About Me



গাছপালা নিয়ে সময় কাটানো আমার ছোটবেলার অনেকগুলি অভ্যাসের মধ্যে একটি। তখন গ্রামের খোলা পরিবেশে আমার ঘরের সামনে বা বাড়ির পিছনের জায়গাটি আমি আমার মনের মত করে ফুলে আর সবজিতে সাজিয়ে রাখতাম। পড়াশোনাও করেছি এই বিষয়ে। কর্মজীবনে, শহরের ফ্ল্যাট বাড়ির খুপরি ঘরে থাকতে বাধ্য হচ্ছি আর আমার প্রিয় অভ্যাস থেকে অনেক দিন ধরে বিচ্ছিন্ন থেকেছি। কিন্তু, আর নয়। শহরের কংক্রিটের মাঝে কিভাবে সবুজ দিয়ে ঘিরে থাকা যায় তা জানতে আর জানাতেই আমার এই ছোট্ট প্রয়াস। লেখাগুলি আপাতত নগর-উপযোগী গাছ-গাছড়া কেন্দ্রিক রাখতে চাই। পরবর্তীতে এর পরিধি বৃদ্ধি করার ইচ্ছা রাখি। আশাকরি, রচনাগুলি থেকে নগরবাসী গাছপ্রেমিরা কিছুটা হলেও উপকৃত হবেন।

Popular posts from this blog

চারদেয়ালের মাঝে সুদর্শনা (Anthurium andraeanum)

চারদেয়ালের মাঝে বোস্টন ফার্ন (Nephrolepis exaltata)

চারদেয়ালের মাঝে পিস লিলি (Spathyphyllum sp.)